মোঃশামছুল হক শামীম, সেনবাগ প্রতিনিধি, দেশীবার্তা।

আমি যতবার উনার ( তারেক রহমান) সাথে কথা বলেছি, আমি দেখেছি সেনবাগে আমার চেয়েও উনার স্বচ্ছতা রয়েছে, সেনবাগে বিএনপির কাজী মফিজুর রহমান বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল পরবর্তী গণ সমাবেশে একথা বলেন ।

শনিবার ( ৬ সেপ্টেম্বর ) বিকেল ৫টায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি – বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মফিজুর রহমানের নেতৃত্বে সেনবাগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশ গ্রহণে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় জিরো পয়েন্টে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান বলেন, ৫ আগস্টের সময় অনেকেই দেশে ছিলেন না,এখন তারা বড় বড় কথা বলে, অনেকেই নতুন ভাবে এসেছে। তারেক রহমান উনাদের নমিনেশন দিয়ে দিছে। তৃণমূল পর্যায়ে উনি প্রতিটি ওয়ার্ডের খবর রাখে। আমি যতবার উনার ( তারেক রহমান) সাথে কথা বলেছি, আমি দেখেছি সেনবাগে আমার চেয়েও উনার স্বচ্ছতা রয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বিএবিএড,সেনবাগ উপজেলা বিএনপি’র আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, পৌর বিএনপি’র সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ওমর ফারুক ভিপি ওমর, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর বিএনপি’র সদস্য মোঃ জহিরুল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপি’র সদস্য মির্জা মোহাম্মদ সোলাইমান, ৮নং বিজবাগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ নাছির উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর হাসান, সেনবাগ উপজেলা জিয়া সাইভার ফোর্সের (ZCF)এর আহবায়ক শামসুল হক শামীম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী আজগর আলী শিবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহম্মদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজি, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন আদনান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক শাকিল, যুবদলের নেতা হেলাল, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।