
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।
রোববার বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অসুস্থতার খবর পাওয়ার পর সেনাপ্রধান ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় তিনি জানান, প্রয়োজনে চিকিৎসার জন্য সবধরনের সহায়তা দিতে তিনি প্রস্তুত।
জেনারেল ওয়াকার উজ জামানের এ খোঁজ নেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আমিরের পক্ষ থেকে সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদও জানানো হয়।