
বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ বিভাগের সম্মানিত সেক্রেটারি প্রফেসর হালুক গোরগুন (Prof. Haluk Gorgun)।
সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রফেসর গোরগুন বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন। এসময় সেনাপ্রধান তুরস্কের সহায়তায় আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।
এই বৈঠকটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সামরিক সহযোগিতার আরেকটি মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।