ঢাকা, ৩ জুন ২০২৫ (মঙ্গলবার): বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ইন্দোনেশিয়ার মান্যবর পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আরমানাথা ক্রিস্টিয়াওয়ান নাসির (Armanatha Christiawan Nasir)। আজ সকালে সেনা সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তারা একমত পোষণ করেন।
ইন্দোনেশিয়ার উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাসদস্যদের পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক এই সৌজন্য সাক্ষাৎ সেই সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করে তুলবে বলে মনে করা হচ্ছে।