বিএনপির সেলিমা রহমান: ’তারেক রহমানের নেতৃত্বে আজকের বিজয় পেয়েছি’

বিএনপির সেলিমা রহমান: ’তারেক রহমানের নেতৃত্বে আজকের বিজয় পেয়েছি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা বিজয় পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হয়ে কঠোর নির্যাতন ভোগের মধ্য দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি এদিন বলেন, গতকাল দেশের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন, যা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি দীর্ঘদিন কাজ করে এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) বরিশাল শহরের সদর রোডে অনুষ্ঠিত বিজয় র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন সেলিমা রহমান।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই বৃহৎ আন্দোলন সফল হয়েছে, যার জন্য বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

বিজয় র‌্যালিটি বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *