সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা

সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর, দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে—আগামী ৬ জুন শুক্রবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর একদিন আগে, ৫ জুন বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এছাড়া ওমান এবং ইন্দোনেশিয়াও ৬ জুন ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন ঈদ উদযাপন করে, বাংলাদেশে তা হয়ে থাকে পরদিন। সেই হিসাবে, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *