
সৌদি আরবে চলমান ধরপাকড় অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে বিভিন্ন শহরে অভিযান চালিয়ে মোট ১৭,৮৬৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে।
বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এর মধ্যে:
- আবাসন আইন লঙ্ঘনে গ্রেপ্তার: ১০,৭৪৬ জন
- সীমান্ত আইন লঙ্ঘনে: ৪,৩৬২ জন
- শ্রম আইন লঙ্ঘনে: ২,৭৫৫ জন
এছাড়া, সৌদি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১,৫০৭ জন ধরা পড়েন, যাদের মধ্যে ৬৫% ইথিওপিয়ান এবং ৩৩% ইয়েমেনি নাগরিক।
এ পর্যন্ত ৮,০৫১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং প্রায় ৬,৮৩৯ জন প্রবাসীকে ভ্রমণের কাগজপত্র সংগ্রহের জন্য নিজ দেশের দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।
সৌদি আইনে অবৈধ অনুপ্রবেশ বা তা সহায়তা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। মন্ত্রণালয় একাধিকবার নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে।
বর্তমানে আরও ১৩,৩৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।