সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাটি মোড়ে রোববার (১৮ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। জানা গেছে, সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বাসটিতে ২৭ জন সাংবাদিক ও ৭ জন বিজিবি সদস্য ছিলেন। তাঁরা সাতক্ষীরার শ্যামনগরে ভাসমান বিওপি উদ্বোধন অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন।
পাটকেলঘাটা থানার ওসি মাইনউদ্দীন জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি, কয়েকজন হালকা আঘাত পেয়েছেন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করে সাতক্ষীরার তালতলায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হয়। পরে রাত আটটার দিকে বিকল্প বাসে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।