৭ কলেজের শিক্ষার্থীরা দাবি জানালেন ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ দ্রুত গঠনের

রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠন নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আগামী রোববার (১৯ মে) পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১৭ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো —
১. রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা।
২. প্রশাসক নিয়োগের পর সেশনজট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। প্রশাসনিক অসঙ্গতি দূর করার পদক্ষেপ গ্রহণ।
৩. অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া।
৪. আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ।
৫. ১৬ জুনের মধ্যে অধ্যাদেশ জারি ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া।

শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক জটিলতায় দীর্ঘদিন সাত কলেজের শিক্ষার্থীরা সমস্যায় ভুগছেন এবং নতুন বিশ্ববিদ্যালয় গঠনের মাধ্যমে এসব সমস্যা সমাধান হবে। তারা দাবি পূরণে দেরি হলে বড় আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন।

এর আগে, গত ১৬ মার্চ সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার নাম হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সাত কলেজ হলো — ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *