
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান”কে কেন্দ্র করে এমন একটি সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে হবে, যা দেশের মানুষের মনন ও চেতনার ভিত্তিতে একটি নতুন ধারার নির্মাণ ঘটাবে।
শনিবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান—বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি অনুষ্ঠান” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুকী বলেন, “এ অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি সাংস্কৃতিক চেতনা। আমাদের উচিত এই চেতনার ঐক্য অটুট রাখা, কারণ বিভেদ সৃষ্টি হলে তা ফ্যাসিবাদের উত্থানের সুযোগ করে দিতে পারে।”
আলোচনায় সভাপতিত্ব করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী ও বাবা সাহরিয়া খান পলাশ। তারা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের মুখপাত্র ইমরান মাহফুজ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কবি আবিদ আজম, রায়হান জহির, ফারুক খান, তানজিম তানিম ও কাজল রশীদ শাহীনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে ঘিরে লেখা গান ও কবিতা পরিবেশনের পাশাপাশি একটি বিশেষ স্যুভেনির ও বেশ কিছু গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরিশেষে, জুলাই অভ্যুত্থানে সাহিত্যের মাধ্যমে অবদান রাখা কবিদের সম্মাননা প্রদান করা হয়।