আব্দুর রহমান সাদিপ:

চাঁদপুরের শাহরাস্তিতে সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কমপ্লেক্সের সামনে শাহরাস্তি প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা দেশের চতুর্থ স্তম্ভ এবং একটি মহান পেশা। স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা যেকোনো সরকার সাংবাদিকদের উপর দমন-পীড়ন চালিয়েছে। বিরোধী দলে থাকাকালে সাংবাদিকদের মর্যাদা দিলেও ক্ষমতায় এসেই তাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না বলে তারা সতর্ক করেন।
সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ১ থেকে ৫ বছরের কারাদণ্ডের প্রস্তাবের বিরোধিতা করে বক্তারা যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানান। তারা ফ্যাসিবাদী শাসনামলের আলোচিত সাগর-রুনি হত্যা মামলা ও গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাসহ অতীতে সংঘটিত সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন। এসময় সহ-সভাপতি স্বজল পাল, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন