
রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশনের পরে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সাধারণত সংবাদ সম্মেলন শুরু হয় কমিশনের সহসভাপতি আলী রীয়াজের বক্তব্য দিয়ে, এরপর অন্যান্য দলের নেতারা কথা বলেন। আজও তাই হয়েছিল। তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বক্তব্যের পরপরই ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কথা বলতে শুরু করলে সালাহউদ্দিন ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না,’ এবং সংবাদ সম্মেলন না করে রুম ত্যাগ করে যান। সাংবাদিক ও দলের নেতাকর্মীদের আহ্বানে তিনি পরে ফিরে এসে বক্তব্য দেন।
সালাহউদ্দিন আরও বলেন, “বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে?” এবং দলীয় মর্যাদার প্রতি অনুরোধ জানান।
পাশে জামায়াতে ইসলামীর নেতা ও অন্যান্য দলের প্রতিনিধিরাও বক্তব্য দেন। এভাবেই সংবাদ সম্মেলনের মঞ্চে বিভিন্ন দলের বক্তব্য পাল্টাপাল্টি হয়।