সালাহউদ্দিন আহমেদের কঠোর মন্তব্য: ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না দেশের জনগণ’

সালাহউদ্দিন আহমেদের কঠোর মন্তব্য: ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না দেশের জনগণ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে মিরপুরের পল্লবী এলাকায় এক মৌন মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, “এ দেশের সাধারণ মানুষ ‘পিআর’ বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বুঝতে পারে না।”

তিনি আরও বলেন, যারা পিআর পদ্ধতির নামে দেশের নির্বাচনের দাবি তুলছে এবং স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া উচিত বলে বলছে, তাদের উদ্দেশ্য সৎ নয়। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নিরপেক্ষ কেয়ারটেকার সরকার মনে করি, যার একমাত্র দায়িত্ব সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা।”

সালাহউদ্দিন অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিকর রাজনীতি করে দেশের নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “দেশের মানুষ সব বুঝতে পারছে, ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা চলছে।”

তিনি আরও বলেন, “শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর কোনো ফ্যাসিবাদের ঠাঁই নেই এবং থাকবে না।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাজনীতির মাঠে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে, তবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি বিএনপির ৩১ দফা প্রস্তাব ও জাতীয় সংস্কার সনদের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা সব দলের সঙ্গে আলোচনা করছি এবং একদিন এই সনদ হাতে নিয়ে আসব যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।”

সমাবেশ শেষে তিনি ‘এ দেশ আমার মুক্ত, আর দেব না রক্ত’, ‘ফ্যাসিবাদের ঠাঁই নাই বাংলায়’, ‘রক্তঝরা বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই’ স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *