
সেশনাল ট্যুরে যাওয়ার পথে খাগড়াছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মোছাঃ রুবিনা আফসানা রিংকী, তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী ছিলেন। এই দুর্ঘটনায় মোট ১২ শিক্ষার্থী জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি ও বান্দরবানের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর আত্মার মাগফিরাত কামনা করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।