
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে আজ শুক্রবার সকালে মিয়ানমার থেকে আসা একটি রোহিঙ্গাবোঝাই নৌকা ভিড়েছে। নৌকাটিতে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও এক শিশুসহ মোট ২০ জন রোহিঙ্গা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন রোহিঙ্গা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটি নৌকায় করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উত্তরে পৌঁছে তারা তীরে উঠে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি, তবে বিস্তারিত জানি না।’
এ বিষয়ে টেকনাফের বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে নতুন করে শরণার্থীদের ঢল নামতে পারে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্যমতে, গত ১৮ মাসে বাংলাদেশে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে।