সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার, আটক দুই শতাধিক ট্রাক

সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার, আটক দুই শতাধিক ট্রাক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে অবৈধভাবে লুট হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সিলেট নগরীর প্রবেশমুখ থেকে দুই শতাধিক পাথরভর্তি ট্রাক আটক করে যৌথবাহিনী। এরমধ্যে ৭০টি ট্রাক ফেরত পাঠানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান চলবে।

প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

বুধবার রাতে সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদের নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাথর লুটপাট বন্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো:

১. জাফলং ইসিএ (Ecologically Critical Area) এবং সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী টহল দেবে।
২. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টগুলোতে যৌথবাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
৩. অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে এবং সেগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।
৪. পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
৫. চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে।

ট্রাক মালিকদের প্রতিবাদ

বৃহস্পতিবার দুপুরে বড়শালা বাইপাস রোডে শতাধিক ট্রাক আটকে রেখে কাগজপত্র তল্লাশি করা হয়। সিলেট নগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পাথর লুটের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন এই অভিযানের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এভাবে ট্রাক আটকানোর কোনো কারণ দেখছি না।” তিনি এ বিষয়ে জরুরি বৈঠক ডেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *