
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।
ওসি এস এম আমান উল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিঘি এলাকার আমিনুর রহমান সেলিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
তিনি আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।