যশোর-৩ সাবেক সংসদ সদস্যের সম্পদ ও লেনদেন তদন্তে দুদকের মামলা

যশোর-৩ সাবেক সংসদ সদস্যের সম্পদ ও লেনদেন তদন্তে দুদকের মামলা

প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১০৯ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলা অনুমোদন হয় বলে সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের তদন্তে জানা যায়, সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে কাজী নাবিল আহমেদ জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জন করেন। এছাড়া, তার নিজস্ব ও যৌথভাবে খোলা ৪৫টি ব্যাংক হিসাবে ১০৯ কোটি ২২ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তিনি মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

কাজী নাবিল আহমেদ একাধিকবার যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *