
যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে স্থানীয় ছাত্র ও জনতা ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বুধবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি আঁচ করে তিনি পালানোর চেষ্টা করেন এবং একটি ডোবায় ঝাঁপ দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেশবপুর থানা সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলাসহ নাশকতা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম ‘জামাল বাহিনী’র মাধ্যমে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”