
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র, ইয়াবা ও বিদেশি মদ। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়, যিনি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট। অভিযান শুরু হতেই রুমন বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এতে গুরুতর আহত হলে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সেনাবাহিনীর মেজর ইফতেখার রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বড় ছেলের বাসায়। দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন বাড়িতে একাই বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, রুমন এলাকায় মাদকসেবন ও নানা অপরাধে জড়িত ছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে, আটক রুমনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।