
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিলে যুদ্ধ বন্ধ হতে পারে।
শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত কয়েক ঘণ্টার বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে সমঝোতায় আসতে হবে এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে।
তিনি বলেন, “আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং বহু বিষয়ে সম্মত হয়েছি। আমি মনে করি, যুদ্ধের ইতি টানতে ইউক্রেনকে কিছু ছাড় দিতেই হবে।”
ট্রাম্প আরও বলেন, পুতিন একজন ‘শক্তিশালী’ ও ‘কঠোর’ ব্যক্তি হলেও তাদের আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক। তার মতে, সমঝোতার মাধ্যমে যুদ্ধ বন্ধ হওয়া এখন অনেকটা সম্ভব।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশে ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধের চুক্তি করুন।”