
ঢাকায় সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আশা করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে মনোযোগ দেবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আশা প্রকাশ করেছেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ প্রচেষ্টায় নতুন গতি সঞ্চার করবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি সংকটের স্থায়ী সমাধানে ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা হোসেন আশঙ্কা প্রকাশ করেন, সংকটের স্থায়ী সমাধান না হলে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
ফিলিপ্পো গ্র্যান্ডি আগামীকাল শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবেন।
সূত্র : বাসস