
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ২০২৫ সালের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ কর্মসূচি বর্জন করে কালো ব্যাজ ধারণ এবং মানববন্ধনের আয়োজন করেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় “আমার ক্যাম্পাস আমার ঘর”, “থাকব না আর যাযাবর”, “অন্যের ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত”—এমন নানা স্লোগানে তারা আন্দোলনস্থল মুখরিত করেন।
এর আগে ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের।
২৪ জুলাই একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের ঘোষণা দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চলমান অস্থিরতায় নিয়োগ পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে।
প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনকালে বলেন, দাবিটি ন্যায়সঙ্গত, তবে ফল পেতে ধৈর্য ও লড়াই চালিয়ে যেতে হবে।