
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মেহেদী হাসান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. কাউসার হুসাইন তাদের আদালতে হাজির করেন। এ সময় তিনি কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ উপপরিদর্শক মো. শরীফুজ্জামান জানান, চলতি বছরের ২০ জানুয়ারি মামলায় দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ২০ আগস্ট থেকে তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদে রাখা হয় তাদের। রিমান্ড শেষে শনিবার আদালতের মাধ্যমে আবার কারাগারে পাঠানো হলো।
মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনে যোগ দেন মেহেদী হাসান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ দলের কর্মীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।