জাপানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

জাপানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেছে এনসিপি (NCP)-এর একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদল জাপানে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সংকট তুলে ধরে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করা। তারা বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া, জাপানে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। জবাবে রাষ্ট্রদূত জানান, এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা আরও সহজ করার চেষ্টা চলছে।

প্রতিনিধিদল বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে পাঠানোর বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে জাপানে বাংলাদেশি ব্যবসায়ীদের কার্যক্রম সহজ করা এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়েও বিস্তারিত কথা হয়।

বৈঠকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *