রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন রাত ৮টা ৩০ মিনিটে এসআই মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে নামে। রাতের অভিযানের সময়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হোসেন নগর পশ্চিম পাড়া এলাকায় ঘাঘট নদীর কাছে এক বেসরকারি জমিতে একটি গাঁজার গাছ চাষ করা হচ্ছে।
অভিযানে পুলিশ জানতে পারে, মৃত আবুল মণ্ডলের ছেলে আহম্মদ আলী (৪৫) নামের এক ব্যক্তি বর্গাচাষী হিসেবে ওই জমিতে মরিচ ও ভুট্টার পাশাপাশি গাঁজার গাছ রোপণ করেন এবং সেটির পরিচর্যা করছিলেন।
পরদিন, ২ জুন দুপুর ৩টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে।
তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযুক্ত আহম্মদ আলী পলাতক রয়েছেন।
মাহিগঞ্জ থানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ: ০১/০৬/২০২৫)। পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উদ্ধারের বিবরণ:
- উদ্ধারকৃত গাছ: ১টি গাঁজার গাছ
- দৈর্ঘ্য: ৯ ফুট ২ ইঞ্চি
- ওজন: ৪.১০ কেজি
- গ্রেপ্তার: কেউ গ্রেপ্তার হয়নি (বর্গাচাষী পলাতক)