মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী নীলফামারী।

আজ ২৮/২০/২৫ নীলফামারী কচু’কা”টা দোন্দুরী তার নিজ এলাকায় ফুল দিয়ে বরণ করে নেন।
ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী ২ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। ফুল দিয়ে বরণ করে নেন রংপুর মহানগরী শিবিরের সভাপতি নুরুল হুদা। ফুল দিয়ে বরণ করে নেন আহমদ রায়হান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী উপজেলা শাখা।
ফুল দিয়ে বরণ করে নেন ছাত্র শিবিরের নীলফামারী শহর সভাপতি মাজেদুল ইসলাম। সহ বিভিন্ন জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য গন ।