
আজ ভোররাতে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযানে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক কার্যক্রমে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। অভিযান শুরু হয় রাত আনুমানিক ১:৩০ ঘটিকায়। আটককৃতদের নাম: মোন্তাসেরুল আলম আনিন্দো, মো: রবিন এবং মো: ফয়সাল।
এ অভিযানে উদ্ধার করা হয়েছে: ২টি বিদেশি রিভলবার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস ডিভাইস, টেজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একাধিক কম্পিউটার, নগদ অর্থ এবং দেশি-বিদেশি মদ। এছাড়াও, নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে যা বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
ঘটনাস্থল ও উদ্ধারকৃত সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।