রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত দুই দিনে সেখানে নতুন করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন চারজন চিকিৎসক।
সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জনের মধ্যে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আগের দিন রোববার (১ জুন) দুজনের নমুনা পরীক্ষা করা হলে, তারাও পজিটিভ হিসেবে শনাক্ত হন।
সংক্রমিতদের মধ্যে একজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। বাকি আক্রান্তরা বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার মো. ফয়সল আলম জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগের উপসর্গ প্রায় একই রকম— হালকা জ্বর, সর্দি, কাশি ও শরীরে ব্যথা। এদের পরিবারের সদস্যদের মধ্যেও একই উপসর্গ দেখা যাচ্ছে।
বর্তমানে রাজশাহীতে শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজেই করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব পিসিআর ল্যাব দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
রাজশাহী সিভিল সার্জন ডা. রাজিউল করিম জানান, এখনো অফিসিয়ালি এই সংক্রান্ত কোনো প্রতিবেদন তার দপ্তরে আসেনি। তবে গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তদন্তের জন্য লোক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।