
রাজশাহী ও রংপুর রেঞ্জের সব জেলার থানাগুলোতে এবং রাজশাহী ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা সব থানায় আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) থেকে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় ডিজিটাল নিরাপত্তা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে এখন ঘরে বসেই সাধারণ মানুষ হারানো, প্রাপ্তি, হুমকি, প্রতারণা বা অন্যান্য বিষয়ে থানায় না গিয়েই অনলাইনে জিডি করতে পারবেন।
বর্তমানে এই অনলাইন জিডি সেবা চালু রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন থানাগুলোতে। নতুন করে রাজশাহী ও রংপুর রেঞ্জ ও মেট্রোপলিটনের মোট ১৫১টি থানায় যুক্ত হওয়ায় এই সেবার আওতা আরও বেড়েছে।
উল্লেখযোগ্য যে, আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। এখন থেকে অন্যান্য জিডিও (যেমন: হুমকি, প্রতারণা, চাঁদাবাজি ইত্যাদি) অনলাইনে করা যাবে।
অনলাইন জিডি করতে হলে ব্যবহারকারীদের গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সহজেই প্রয়োজনীয় তথ্য দিয়ে জিডি করা যাবে।
জিডি করতে কোনো সমস্যা হলে বা সহায়তার প্রয়োজন হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ জানায়, সেবা সহজ ও দ্রুত করতে ভবিষ্যতে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও ধাপে ধাপে এই সেবা চালু করা হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই পুলিশের প্রধান অঙ্গীকার।