আসন্ন নির্বাচনের আগে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক পছন্দ নিয়ে জরিপ প্রকাশ

আসন্ন নির্বাচনের আগে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক পছন্দ নিয়ে জরিপ প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের জনগণের রাজনৈতিক ভাবনা নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারী ভোটারদের ৪০ শতাংশই বিশ্বাস করেন যে বিএনপি সরকার গঠন করবে। এছাড়া, ২৮.১ শতাংশ ভোটারের বিশ্বাস জামায়াতে ইসলামীর ওপর।

রাজধানীর আগারগাঁও-এ জাতীয় আর্কাইভস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর চালানো এই জরিপে তাদের রাজনৈতিক পছন্দ ও নির্বাচনী দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। জরিপ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ৪৫.৭৯ শতাংশ অংশগ্রহণকারী দলটিকে সুযোগ দেওয়ার পক্ষে থাকলেও, ৪৫.৫৮ শতাংশ মনে করেন নির্বাচনের আগে তাদের বিচার হওয়া দরকার।

জরিপের ফলাফল বলছে, ভোটারদের উদ্বেগের কেন্দ্রবিন্দু এখন অর্থনীতি থেকে সরে নিরাপত্তা ও জবাবদিহিতার দিকে গেছে। ৫৪.৬ শতাংশ ভোটার পণ্যের দাম নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ মনে করলেও, ৫৭.৫ শতাংশ ভোটারই আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতিকে পরবর্তী সরকারের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করেন।

ভোটারদের ভোটদানের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করা হয়, যার পক্ষে মত দিয়েছেন ৬৫.৫ শতাংশ। এরপরে রয়েছে প্রার্থীর আগের কর্মকাণ্ড (১৫.৮৭%) এবং দলের নির্বাচনী প্রতীক (১৪.৭৬%)। জরিপের ফল অনুযায়ী, আওয়ামী লীগের সমর্থন কিছুটা বাড়লেও, বিএনপি এবং জামায়াতে ইসলামীর অবস্থান এখনো বেশ শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *