
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, জুলাই মাসের গণআন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে যে সব শিক্ষক ফ্যাসিবাদী অবস্থান নিয়েছিলেন, তারা এখনো ছাত্রদলের মন থেকে মুছে যায়নি। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় প্যারিস রোডে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের এই বিক্ষোভটি হয় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে, যাদের ছাত্রদল ‘আওয়ামীপন্থী’ বলে দাবি করছে। সমাবেশে বক্তারা দাবি করেন, ওই শিক্ষকরা জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না থেকে প্রশাসনের পক্ষ নিয়েছেন।
সমাবেশে ছাত্রদলের পক্ষ থেকে ২১ জন শিক্ষককে চিহ্নিত করে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়। এতে সাবেক উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তারসহ পূর্ববর্তী প্রশাসনের একাধিক ব্যক্তির নাম উঠে আসে।
সমাবেশে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় পুরো প্যারিস রোড। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘স্বৈরাচারের দালালদের হুঁশিয়ার’, ‘নিয়োগ বাণিজ্য চলবে না’, ‘ফ্যাসিস্ট শিক্ষকদের রাবিতে ঠাঁই নাই’ ইত্যাদি।
ছাত্রদল সভাপতি রাহী আরও বলেন, রাবি প্রশাসন এখনো আওয়ামী লীগের অনুসারীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের কাছে এসব শিক্ষকদের কার্যক্রমের তথ্য রয়েছে, এমনকি কে কোন গাড়িতে করে সাবেক উপাচার্যকে কোথায় নিয়ে গেছে, তাও আমরা জানি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব শিক্ষক ছাত্রবান্ধব নন, দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামত ও গণস্বাক্ষর সংগ্রহ করবে। এরপর তাদেরকে রাবি ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহরুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় রাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।