মাওয়াগামী বাসে মিলল ৩৭ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ৪ মাদক কারবারি

মাওয়াগামী বাসে মিলল ৩৭ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ৪ মাদক কারবারি

ঢাকা-মাওয়া মহাসড়কে একটি এসি বাসে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে র‍্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘নিউ বলেশ্বর’ নামক একটি এসি বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে একটি চক্র কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। র‍্যাব সদস্যরা ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩৭,০৭০ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন:
১. জ্যোতি খাতুন (২৫), স্বামী- রানা বেগ, দৌলতপুর, খুলনা।
২. রানা বেগ (৩৫), পিতা- মৃত মোতালেব বেগ, দৌলতপুর, খুলনা।
৩. মো. সোহেল মোল্লা (৩৩), পিতা- জাহাঙ্গীর মোল্লা, বানারিপাড়া, বরিশাল।
৪. শান্তা ইসলাম (২৫), পিতা- মৃত হারুন-অর-রশিদ, ভান্ডারিয়া, পিরোজপুর।

র‍্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। জ্যোতি খাতুনের শরীরে হলুদ টেপ দিয়ে মোড়ানো তিনটি ব্যাগে মোট ৩৭,০৭০ পিস ইয়াবা পাওয়া যায়। রানা বেগের নিকট থেকে মাদক কেনাবেচার ১০,০০০ টাকা এবং আরও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়, যা এই অপরাধে ব্যবহৃত হয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *