নিউজ ডেক্স , দেশীবার্তা।






ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাফেজ মো:দিদারুল ইসলামের সভাপতিত্বে ও মো: হাবিবুর রহমানের পরিচালনায়
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মো: আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মো:আমিন বেপারি, ছাইদুল মোকাদ্দাস রুবেল, আশরাফুল আলম, মো:স্বপন , মো:বাপ্পি রেজা, সামসুল হক, হাবিব খান, মো:আমজাদ, মো:আল আমিন, শাকিল রানা, মো: হোসাইন আহমেদ হ্রদয়, এনাম চৌধুরী,
রাহীম চৌধুরী, মো:আক্তার হোসেন,মো:রাকিব, উক্ত সংগঠনে নতুন করে সদস্য পদ লাভ করেন, জনাব মো: রাছেল খান, সুজন মাহমুদ, শেখ নাইম, মো:আলী,মো:রুবেল, মো: সেলিম, মো:সাগর, মো: নাজমুল প্রমুখ।
আর্ত মানবতার সেবা কে লক্ষ করে সংগঠনটির সার্বিক প্রচেষ্টা বলে সকলেই অভিমত ব্যক্ত করেন।