পটুয়াখালীর বাউফলে চলমান নিম্নচাপের প্রভাবে দুই দিনের ভারী বৃষ্টি এবং জোয়ারের পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কেশবপুরের ৬ নং ওয়ার্ডের কাঁচা সড়ক জোয়ারের তোড়ে ভেঙে পড়ে, ফলে ভরিপাশা, মমিনপুর, নিমদী, চন্দ্র দ্বীপ, বাহের চর, গোপালিয়া, হাজিপুর ও কলতা গ্রামগুলো পানির নিচে তলিয়ে যায়। এ পরিস্থিতিতে স্থানীয় শ্রমজীবী মানুষজন বড় ধরনের সমস্যায় পড়েছেন।
ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট সেবা প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, এলাকায় পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বেড়ে গেলেই কাঁচা সড়ক ভেঙে তলিয়ে যায়। দীর্ঘদিনের টানা নিম্নচাপের কারণে তেতুলিয়া ও লোহালিয়া নদী প্রবল ঢেউ খেলছিল। এর সাথে দমকা বাতাস ও ভারী বৃষ্টির ফলে কাঁচা বাড়ি, সড়ক এবং গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেশবপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বলেন, ঝড়ের সতর্কতা পাওয়ার পর জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে। জোয়ারের পানিতে মমিনপুর, ভরিপাশাসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
বাউফল উপজেলা ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজির রহমান চৌধুরী জানান, ঝড়ের তাণ্ডবে ট্রান্সফরমারসহ প্রায় ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং প্রায় দেড় কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে গেছে।
বাউফল উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মস্তফা মৃদুল মোর্শেদ মুরাদ জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব দ্রুত করা হবে। তবে এখন পর্যন্ত বেশি ক্ষতি হয়েছে কাঁচা সড়কগুলোতে।