ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে বিএনপি— আমিনুল হক

ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে বিএনপি— আমিনুল হক

বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করবে বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দলটি কাজ করছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমিনুল হক।

খেলোয়াড় ও আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, শিশুদের শুধু পড়াশোনায় মনোযোগী হওয়াই যথেষ্ট নয়, তাদের খেলাধুলাতেও সমান গুরুত্ব দেওয়া উচিত। কারণ, শিক্ষা ও খেলাধুলা মিলিয়েই একজন মানুষ পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে ওঠে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণরাই একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলবে।

রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন।

ফাইনাল খেলায় বালিয়াকান্দির খালকুলা একাদশ ২-০ গোলে মধুখালীর আশাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *