বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মিয়াজীর মৃত্যু; পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি।

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা ও ঢাকা সিদ্দিক বাজারের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী ও চাঁদপু সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মালেক মিয়াজীর জামাতা আলহাজ্ব আব্দুল মালেক মিয়াজী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টার সময় ঢাকার বংশালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়, এক ছেলে সহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বাদ আসর মিয়াজী বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মিয়াজী বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুম আব্দুল মালেক মিয়াজীর একমাত্র পুত্র। জানাজার পূর্বে শোকাহত জনতার উদ্দেশ্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শরীফ হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন গাজী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জসিম দেওয়ান, মরহুমের জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লী, রাজনৈতিক নেতাকর্মী, সুধী মহল ও মরহুমের আত্মীয়-স্বজন অংশ নেন।
মরহুম আঃ মালেক মিয়াজির মৃত্যুতে চাঁদপুর সদর উপজেলা বিএনপি সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *