
আসন্ন সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছে ইউকে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগের জন্য দাবি জানিয়ে আসছেন। তবে বিগত কোনো সরকারই এ বিষয়ে সঠিকভাবে মনোযোগ দেয়নি। অথচ প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, প্রবাসী ভোটাধিকার মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে হয়ত আর সুযোগ মিলবে না। প্রবাসীরা বিভিন্ন সময়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদও করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রেখেছেন। তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বৈঠকে প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতিতে সহজ নিয়ম চালু করার প্রস্তাবও রাখা হয়, যাতে ভোটার নিবন্ধনের জন্য জটিলতা না হয়। এছাড়া, ব্রিটেনে প্রবাসীদের জন্য যথাযথ ভোটকেন্দ্র ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।