
ইস্তানবুল, ৪ জুলাই ২০২৫:
বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ইস্তানবুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই সভায় প্রবাসীরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুসংহত করার লক্ষ্যে নির্বাচনের পূর্ববর্তী সংস্কার, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর, এবং কনস্যুলেট সেবার সহজীকরণের বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রবাসীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, তুরস্কের উন্নত ব্যবস্থাপনা ও ক্রীড়া অবকাঠামোর আদলে বাংলাদেশের ফুটবল উন্নয়ন এবং বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। তাঁরা চায়, বাংলাদেশ সরকার এসব সম্ভাবনা কাজে লাগাক।
উপদেষ্টা তাঁর বক্তব্যে জানান, “বর্তমানে কিছু দেশে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে প্রযুক্তিগত ও আইনগত জটিলতা থাকলেও, অন্তর্বর্তীকালীন সরকার অন্তত কয়েকটি দেশে তা চালু করার লক্ষ্যে কাজ করছে।” তিনি আশ্বাস দেন, প্রবাসীদের যেসব প্রস্তাব সভায় এসেছে, তা সংশ্লিষ্ট বিভাগে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার তুরস্কের সঙ্গে কেবল ক্রীড়াই নয়, অবকাঠামোসহ অন্যান্য সম্ভাব্য খাতেও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী।”
সভাটি ছিল আন্তরিক, ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক এবং প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।