মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্মার্টকার্ড বিতরণ ও ভোটদান বিষয়ক সভা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্মার্টকার্ড বিতরণ ও ভোটদান বিষয়ক সভা

কুয়ালালামপুর, মালয়েশিয়া, ১৪ সেপ্টেম্বর, ২০২৫: আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করা হয় এবং একই সাথে প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে। কুয়ালালামপুরের জি টাওয়ারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রবাসী ভোটারদের জন্য নির্বাচন কমিশন (ইসি) ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসীরা মোবাইলের মাধ্যমে আবেদন ও নিবন্ধন করতে পারবেন। এরপর তাদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রবাসীরা ভোট প্রদানের পর নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করলে তা সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। এই পুরো প্রক্রিয়াটি প্রবাসীরা অনলাইনে ট্র্যাক করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনায় হাইকমিশন ভোটদান প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য সব ধরনের প্রচার চালাবে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এ সময় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *