পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন শিগগিরই তাঁর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, সচিব জসীম উদ্দিন কিছু ব্যক্তিগত ও পেশাগত কারণে নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন, এবং সরকারও তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। তিনি আরও বলেন, “দুই-এক দিনের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়বেন। তবে তিনি চাকরি ছাড়ছেন না, কেবল দায়িত্ব পরিবর্তন হচ্ছে।”
নতুন পররাষ্ট্রসচিব কে হবেন—এই বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, শিগগিরই সরকার এই বিষয়ে ঘোষণা দেবে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান এখনো দায়িত্ব গ্রহণ করেননি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁর দায়িত্ব সংক্রান্ত চিন্তাভাবনা এখনো চলমান এবং সরকার সময়মতো সিদ্ধান্ত জানাবে।