পরিবেশ দূষণ রোধে দেশজুড়ে অভিযান : চারজনকে কারাদণ্ড, সিলগালা ১৩২ প্রতিষ্ঠান

পরিবেশ দূষণ রোধে দেশজুড়ে অভিযান : চারজনকে কারাদণ্ড, সিলগালা ১৩২ প্রতিষ্ঠান

দেশের বায়ু, শব্দ ও পলিথিন দূষণ রোধে এক হাজার ৫৪০টি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ২৬ কোটি ৩৮ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গত ২ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত এসব অভিযানে ৩ হাজার ৭৯৭টি মামলা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের জন্য মোট ২৬ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে আরও যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে:

১২ সেপ্টেম্বর ফেনী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পলিথিনবিরোধী তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে নয়টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩১৯ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে মানিকগঞ্জ ও ঢাকার মতিঝিল-গুলিস্তান সড়কে যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধেও অভিযান চালানো হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *