
সিলেট, ৪ জুলাই ২০২৫
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের একটি বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্টের সামনে প্রজাপ্রতি গেইটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিঃ) জামান ভূঁইয়া। সঙ্গীয় ফোর্সসহ তিনি চেকপোস্টে একটি সন্দেহভাজন নীল ও হলুদ রঙের টাটা ডিআই পিকআপ (রেজি: ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩) থামানোর সংকেত দিলে, গাড়ির চালক দ্রুত গাড়ি রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৫৪ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে, যেগুলোর প্রতিটিতে “SURAJ JEERA” লেখা ছিল। প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি করে মোট ১,৬২০ কেজি জিরা ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১৬,২০,০০০ টাকা।
এছাড়াও জব্দকৃত টাটা ডিআই পিকআপটির বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের পরপরই পলাতক চালকসহ জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় একটি মামলা (এফআইআর নং-০৩, তারিখ-০৪ জুলাই ২০২৫) দায়ের করা হয়েছে। মামলা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন–এর ২৫B(1)(b)/25D ধারায়।
শাহপরাণ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।