
গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় চাঁদাবাজির ঘটনা কভার করতে গিয়ে নির্মমভাবে হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন (৩৫)। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আনুমানিক সাত থেকে আটজন যুবক আনোয়ার হোসেনকে রাস্তার পাশে বেধড়ক মারধর করছেন। এক পর্যায়ে তার মুখ ও মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, যাতে রক্তাক্ত হন তিনি। আশেপাশেই পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলার শুরুতে তারা হস্তক্ষেপ করেননি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, সাহাপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে ৩০-৪০ টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে আনোয়ার হোসেনকে ১৫-১৬ জন মিলে হামলা চালায়। চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২৬,২৫০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আনোয়ারা সুলতানা বলেন, “আমার ছেলে নিরপরাধ। সে কেবল চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল। কিন্তু তার সঙ্গে এমন ভয়াবহ ঘটনা ঘটলো, আমরা এখন আতঙ্কে আছি।”
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”