
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স সরবরাহ করেছে। দলের ৩১ দফার ২৬ নম্বর দফায় উল্লেখিত স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক-এর উদ্যোগে আজ (শুক্রবার) এই কর্মসূচি পালন করা হয়। তিনি জানান, রাস্তায় চলাচলের সময় অনেক মানুষ দুর্ঘটনার শিকার হন। এছাড়াও, কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যরাও বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হন। হাসপাতালে যাওয়ার আগে যেন জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডা. তাইফুল হক আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এ সময় তার সাথে ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আশরাফ হোসেন।