সিলেটে হেলমেট পরা বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার

সিলেটে হেলমেট পরা বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার

ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে যেসব মোটরসাইকেল আরোহী হেলমেট পরেছিলেন, এসএমপি’র পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ কমিশনার জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হলো মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে এবং নিরাপদে যানবাহন চালাতে উৎসাহিত করা। তিনি মোটরসাইকেল চালক এবং আরোহী—উভয়েরই হেলমেট পরা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন।

পুলিশ কমিশনারের নির্দেশনায় এসএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে হেলমেট পরা বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *