
দেশী বার্তা | অনলাইন
এলপিজি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এলপিজি গ্যাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশীয় উৎপাদনের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এরই মধ্যে দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বুধবার এক নোটিশে সংগঠনটি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। নোটিশে আরও বলা হয়, এ সময় দেশের সব এলপি গ্যাস কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত থাকবে। সংগঠনটির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ী সমিতি তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে তারা জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। একই সঙ্গে প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানানো হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, এসব দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় শেষ পর্যন্ত সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।