পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঠকপুর স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত।

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী, নীলফামারী।

পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঠকপুর স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত।
পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঠকপুর স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসন্ন জাতীয় সংসদ পদপ্রার্থী মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা আজ সারা দেশের মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবিগুলো কোনো দলের স্বার্থে নয়, কোনো গোষ্ঠীর নয় বরং এগুলো এ দেশের গণমানুষের ন্যায্য দাবি।

আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যেখানে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে উভয় কক্ষে পিআর বা অনুপাতভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। এতে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে এবং জনগণের মতামত সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের মাধ্যমে গণভোটের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে- এটাই সময়ের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারের আকাঙ্ক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *