
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত ২৯ মে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে বেড়িবাঁধের একটি অংশ ও সংলগ্ন প্রায় ২০ মিটার রাস্তা ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা মারাত্মক ভোগান্তিতে পড়েন
মানুষের চলাচল ও জীবনযাত্রা স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা ভেঙে যাওয়া স্থানটিতে একটি অস্থায়ী সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়। আজ (৫ জুন) সেই সাঁকোর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
সাঁকোটি নির্মাণের ফলে এখন ওই এলাকার মানুষ সহজেই পারাপার হতে পারছে। বিশেষ করে আসন্ন ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষের যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, জনকল্যাণে তাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।