অর্থ পাচার মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ মে) এই রায় ঘোষণা করা হয়। তবে মামলার অপর চার আসামিকে খালাস দেন আদালত।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেফতার করে র্যাব। তদন্তে উঠে আসে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে পাপিয়া একটি অপরাধ চক্র পরিচালনা করতেন। ঢাকার অভিজাত হোটেলগুলোতে চলত অস্ত্র, মাদক ও অবৈধ টাকার লেনদেন সংবলিত কার্যকলাপ।
পাপিয়ার বিরুদ্ধে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অসদাচরণ, বন্দিদের ওপর নির্যাতন, কারারক্ষীদের ঘুষ দেওয়ার চেষ্টা এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগ উঠে। একপর্যায়ে তার কক্ষ থেকে একটি স্মার্টফোন ও চার্জারও উদ্ধার করা হয়।
২০২০ সালে অস্ত্র মামলায় শামিমা নূর পাপিয়া ও তার স্বামীকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর তাকে যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।